উদ্ধার করুন শিশু পান্ডাকে

ফেসবুকে হোক আর স্মার্টফোনেই হোক, পান্ডা পপ জনপ্রিয় গেমগুলোর মধ্যে অন্যতম। ২০১২ সালে স্মার্টফোনের জন্য রিলিজ হওয়া পান্ডা জ্যাম পাজল গেমের সিক্যুয়েল পান্ডা পপ গেমটি সবচেয়ে বেশি খেলা এবং ইনস্টল হওয়া গেমগুলোর মধ্যে শীর্ষে আছে। গেমটি এত পরিমাণ আসক্তির যে, আপনি একবার খেললেই এতে আসক্ত হতে বাধ্য।

গেমে আপনাকে মূলত শিশু পান্ডাকে বাঁচানোর পরিকল্পনা করতে হবে। দুষ্ট এক বেবুন শিশু পান্ডাকে অপহরণ করে নিয়ে আটকে রাখে। আপনার কাজ হবে গেমের দুর্দান্ত সব লেভেল অতিক্রম করে শিশু পান্ডাকে বাঁচিয়ে আনা। জনপ্রিয় গেম ডেভেলপার এসজিএন এ গেমটি বাজারে ছাড়ার পর থেকেই বেশ আলোচিত। অরিজিনাল পান্ডা জ্যাম গেমে নানান রঙের কিউবগুলো ভেঙে শিশু পান্ডাকে উদ্ধার করে তার আদুরে মায়ের কোলে ফিরিয়ে দিতে হতো। কিন্তু নতুন পান্ডা পপ গেমে আপনাকে নানান রঙের বাবলকে ধ্বংস করে শিশু পান্ডাকে দুষ্ট বেবুনের হাত থেকে বাঁচাতে হবে। গেমের শুরুতেই আপনাকে ৩৫টি বাবল দেওয়া হবে শিশু পান্ডাকে তার মা পান্ডার কাছে ফিরিয়ে দিতে। এই বাবলগুলো মিলিয়ে এবং ধ্বংস করে শিশু পান্ডাকে উদ্ধার করতে হবে। বাবল শেষ হয়ে গেলে চলতি লেভেলে নতুন করে খেলতে হবে অথবা ৯৯ সেন্ট দিয়ে অতিরিক্ত বাবল কিনতে হবে। অন্যান্য বাবল পপিং গেমের মতোই কোনো এক লাইনের তিন-চারটা বাবলের রং এক হয়ে গেলেই সেই অংশ মিলে যাবে। পান্ডা পপের প্রায় ৯০টি চ্যালেঞ্জিং লেভেলের গ্রাফিকস, কালার আর অ্যানিমেশন আপনাকে সহজেই মুগ্ধ করে মোহাছন্ন করে রাখবে। জনপ্রিয় এই গেমটি চাইলেই অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন, আইফোন, উইন্ডোজ ফোন এবং ফেসবুকেও খেলা যাবে। 

গেম নামাতে চাইলে

ফেসবুক : https://goo.gl/ZVEqXc
অ্যান্ড্রয়েড : https://goo.gl/VNTkWL
আইফোন : https://goo.gl/Aw3YFx
উইন্ডোজ : https://goo.gl/wmt5F4