ও-তে ওরিও

অ্যান্ড্রয়েড ওরিও
অ্যান্ড্রয়েড ওরিও

ইংরেজি বর্ণ ‘ও’ দিতে যদি শব্দ গঠন করতে বলা হয়, তবে একেকজন একেক রকম শব্দ বলবেন। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ৮.০-এর নাম নিয়েও একেকজন একেক কথা বলেছিলেন। কেউ বলছিলেন, এর নাম হবে ওটমিল, কেউবা ওরিও। শেষ পর্যন্ত ‘ও’ দিয়ে একটি নাম ঠিক করেছে গুগল। ‘ও’ দিয়ে নাম রেখেছে ‘ওরিও’।

ওরিও হচ্ছে বিখ্যাত মজাদার কুকি। সাধারণত ইংরেজি বর্ণ অনুযায়ী মিষ্টান্নের নামে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নাম রাখা হয়। এর আগে এক্লেয়ার, ফ্রয়ো, জিঞ্জারব্রেড, হানিকম্ব, আইসক্রিম, স্যান্ডউইচ, জেলি বিন, কিটক্যাট, ললিপপ, মার্সম্যালো ও নোগাট নাম রেখেছে গুগল। ‘ও’ নামটির অপেক্ষায় ছিল প্রযুক্তিবিশ্ব।

অ্যান্ড্রয়েড ‘ও’ মোবাইল অপারেটিং সিস্টেমের বিটা বিল্ড সংস্করণ উন্মুক্ত করার ঠিক পাঁচ মাস পর এর নাম ঠিক করল গুগল। গতকাল সূর্যগ্রহণ উপলক্ষে অ্যান্ড্রয়েড ৮.০-এর আনুষ্ঠানিক নামকরণ করে গুগল। এ সংস্করণের ‘ওরিও’ নাম দিয়ে জনপ্রিয় ডেজার্টের নামকরণের ধারা বজায় রাখল প্রতিষ্ঠানটি।

গত মার্চ মাসে বিটা সংস্করণ আসার পর থেকে এটি পাঁচটি ডেভেলপার প্রিভিউয়ের মধ্য দিয়ে গেছে। সর্বশেষ প্রিভিউ সংস্করণটি এসেছে এ মাসের শুরুতে। অ্যান্ড্রয়েড ৮.০ বা ওরিওতে অনেকগুলো নতুন ফিচার এসেছে। এর মধ্যে রয়েছে নেটিভ পিকচার-ইন-পিকচার মোড, নোটিফিকেশন ব্যাজেস, স্মার্ট টেক্সট সিলেকশন, সিস্টেম অপটিমাইজেনশন, উন্নত ব্যাটারি লাইফ ও গুগল অটোফিল সিস্টেম। এতে নতুন নকশার ইমোজি এসেছে। এগুলো আরও ব্যবহার বান্ধব হবে।

গুগলের পরবর্তী পিক্সেল স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ওরিও সংস্করণ থাকবে।
এ ছাড়া কয়েকটি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান তাদের ফোনে ওরিও সংস্করণের হালনাগাদ দেওয়ার কথা জানিয়েছে। ওয়ানপ্লাসের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের ওয়ানপ্লাস ৩ ও ওয়ানপ্লাস থ্রিটিতে ওরিও হালনাগাদ আসবে। আসুসের ফোনেও আসবে ওরিওর হালনাগাদ। এ ছাড়া চলতি বছরে নতুন যে স্মার্টফোনগুলো আসবে, তাতে ওরিও ব্যবহৃত হতে পারে। তথ্যসূত্র:আরস টেকনিকা।