প্রযুক্তিনির্ভর ক্যানসার চিকিৎসা নিয়ে সেমিনার

‘সিএআর টি সেল থেরাপি’ সম্পর্কে জানাতে সেমিনার আয়োজন করে প্রাভা হেলথ। ছবি: সংগৃহীত।
‘সিএআর টি সেল থেরাপি’ সম্পর্কে জানাতে সেমিনার আয়োজন করে প্রাভা হেলথ। ছবি: সংগৃহীত।

‘সিএআর টি সেল থেরাপি’ বিষয়ে জানাতে সম্প্রতি একটি সেমিনার আয়োজন করে স্বাস্থ্যসেবা দাতা প্রতিষ্ঠান প্রাভা হেলথ। সেমিনারে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রানা কোরাইশি ও যুক্তরাষ্ট্রের বোস্টনের হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক জাহিদ হোসেন সেমিনারে উপস্থিত ছিল। ক্যানসার চিকিৎসায় ইমিউনো থেরাপির ব্যবহার ও উন্নত বিশ্বে এর সাম্প্রতিক সফলতা সম্পর্কে তথ্য উপাত্ত তুলে ধরেন তাঁরা।
রানা কোরাইশি বলেন, ‘সিএআর টি সেল থেরাপি’ ক্যানসার রোগীদের জন্য উপকারী নতুন প্রযুক্তি। এতে রোগীর দেহ থেকে রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে টি সেল পরিবর্তন করে ক্যানসার কোষ ধ্বংস করা হয়।
রাজধানীর বনানীতে প্রাভা হেলথ কেয়ার সেন্টার গড়ে উঠেছে। এর ব্যবসায়িক সহযোগী হিসেবে রয়েছে মাইক্রোসফট। বিজ্ঞপ্তি।