উইন্ডোজ ৭ যখন টেস্ট মোডে...

অনেক সময় উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারের পর্দার ঠিক নিচের ডান পাশের কোনায় Test Mode Windows 7 Build 7601 বা Build 7600 বার্তা জলছাপ দিয়ে দেখাতে পারে। উইন্ডোজ ৭ যদি টেস্ট মোডে থাকে তবে এমন বার্তা দেখায়। আপনার কম্পিউটারে চলা অ্যাপ্লিকেশন/ড্রাইভারগুলো যদি ডিজিটালরূপে মাইক্রোসফট কর্তৃক স্বাক্ষরিত না হয় তবে সেটি পরীক্ষামূলকভাবে থাকবে এবং এমন বার্তা দেখাবে। মাইক্রোসফটের ফিক্স ইট টুল দিয়ে এটি ঠিক করা গেলেও আপনি চাইলে আরও সহজে কমান্ড প্রম্পট থেকে এটি ঠিক করতে পারবেন।

যা করতে হবে: শুরুতেই উইন্ডোজ ৭-এর কমান্ড প্রম্পটকে অ্যাডমিনিস্ট্রেটর রাইটস দিয়ে খুলতে হবে। এ জন্য উইন্ডোজ ৭-এর স্টার্ট মেনুতে গিয়ে CMD লিখুন। যা আসবে সেটি সিলেক্ট করা থাকলে কি-বোর্ড থেকে Ctrl+Shift+Enter একসঙ্গে চাপুন। User account control থেকে অনুমতি চেয়ে একটি বার্তা আসবে। এখানে ওকে চাপুন অথবা সার্চ করে পাওয়া ফলাফলের ওপর (Command prompt) ডান ক্লিক করে Run as administrator অপশন চেপে খুলুন। এরপর কমান্ড উইন্ডো খুলে গেলে এখানে হুবহু bcdedit/setTESTSIGNINGOFF লিখে এন্টার বোতাম চাপুন। প্রথম কমান্ডটি এক্সিকিউট হলে কমান্ড লাইনে আবার shutdown-r লিখে এন্টার চাপলে কম্পিউটার পুনরায় চালু হওয়ার (রিস্টার্ট) অনুরোধ পাবে। কম্পিউটার পুনরায় চালু হলে দেখবেন, আগের মতো আর জলছাপ দেওয়া বার্তা দেখা যাবে না।