শিশুর সঙ্গে বড় হবে পোশাক!

শিশুর বয়স তিন বছর হওয়ার আগেই নাকি ওদের পেছনে বাবা-মায়ের খরচ হয়ে যায় দুই হাজার পাউন্ড। এটা এড়ানোর খুব বেশি উপায়ও নেই। কারণ শিশুরা বাড়েই যে দ্রুত। শিশুর পোশাক বাবদ খরচের খাতার অঙ্কের ঘরটা নামিয়ে আনতে তরুণ এক উদ্ভাবক সামনে নিয়ে এসেছেন নতুন এক উদ্ভাবন।

যুক্তরাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয় রয়্যাল কলেজ অব আর্টে স্নাতক পাস রায়ান ইয়াসিন (২৪) শিশুর জন্য তৈরি করেছেন এমনই এক পোশাক, যা শিশুর তিন বছর পর্যন্ত ওর সঙ্গে সঙ্গেই বাড়বে কিংবা বাড়ানো সম্ভব হবে। এ জন্য তিনি পেয়েছেন জেমস ডাইসন অ্যাওয়ার্ড।