শাওমির নতুন স্মার্টফোন 'মাই মিক্স ২'

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের আইফোন আসার ঠিক আগের দিনই নতুন স্মার্টফোনের ঘোষণা দিল ‘চীনা অ্যাপল’খ্যাত প্রতিষ্ঠান শাওমি। গত বছরে বাজারে ছাড়া প্রায় বেজেলহীন মাই মিক্স স্মার্টফোনের নতুন সংস্করণ ‘মাই মিক্স ২’ ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।

নতুন স্মার্টফোন তৈরিতে পূর্বের নকশার কাছাকাছি রাখা হয়েছে। নকশাবিদ ফিলিপ স্টার্কের নেতৃত্বে একদল নকশাবিদ এর নকশা করেছেন। এতে ছয় ইঞ্চি ডিসপ্লের সামান্য ছোট সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটিতে উল্লেখযোগ্য হালনাগাদ হিসেবে এসেছে উন্নত ক্যামেরা। এতে সনির আইএমএক্স ৩৮৬ সেন্সর ব্যবহৃত হয়েছে। ছয় জিবি র‍্যাম ও স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহৃত হয়েছে। ৬৪ জিবি স্টোরেজ মডেলের স্মার্টফোনটির দাম ৫০৬ মার্কিন ডলার ও ১২৮ জিবি মডেলটির দাম ৫৫০ মার্কিন ডলার। ৮ জিবি র‍্যামেরা ১২৮ জিবি স্টোরেজ ক্ষমতার বিশেষ একটি সংস্করণ বিক্রি হবে ৭২০ মার্কিন ডলারে। তথ্যসূত্র: দ্য ভার্জ