ডিজিটালাইজেশন নিয়ে সেমিনার

বাংলাদেশে ‘এনাবলিং দ্য ভিশন অব ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল গভর্নেন্স ট্রান্সফরমেশন উইথ এসএপি টেকনোলজি’ শীর্ষক এক সেমিনারে এসএপির কর্মকর্তারা। ছবি: সংগৃহীত।
বাংলাদেশে ‘এনাবলিং দ্য ভিশন অব ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল গভর্নেন্স ট্রান্সফরমেশন উইথ এসএপি টেকনোলজি’ শীর্ষক এক সেমিনারে এসএপির কর্মকর্তারা। ছবি: সংগৃহীত।

ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন প্রযুক্তি ক্ষেত্রে সহায়তার লক্ষ্যে এসএপি এসই ও এসএস সলিউশনস প্রাইভেট লিমিটেড যৌথভাবে কাজ শুরু করেছে। সম্প্রতি বাংলাদেশে ‘এনাবলিং দ্য ভিশন অব ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল গভর্নেন্স ট্রান্সফরমেশন উইথ এসএপি টেকনোলজি’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে প্রতিষ্ঠানটি। সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

এসএপি এশিয়া প্যাসিফিক ও জাপান অঞ্চলের জনসেবা বিভাগ প্রধান ব্রেনড্যান রাইট বলেন, গত চার দশক ধরে এসএপি বিশ্বের সরকারি খাতে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরিতে কাজ করছে।

এসএস সলিউশনসের প্রধান নির্বাহী তাপস কুমার ভুনিয়া বলেন, ‘উপযুক্ত প্রযুক্তি নির্বাচন ও ব্যবহারের সঙ্গে জনগণের সমন্বয়ের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করা যায়।

সেমিনারে এসএস সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক কাজী সারাজিন বলেন, ডিজিটাল সেবা দিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন তাঁরা। বিজ্ঞপ্তি।