অ্যাপলে চাকরিপ্রার্থীদের জন্য কিছু প্রশ্ন

কর্মক্ষেত্র হিসেবে বেশ চ্যালেঞ্জিং হলেও অ্যাপল ইনকরপোরেটেড কাজ করার জন্য অনেকেরই কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান। কিন্তু বিষয়টা এমন নয় যে পাঠ চুকালেই সহজে অ্যাপলে চাকরি মিলবে। গুগল থেকে শুরু করে যত বড় বড় টেক প্রতিষ্ঠান আছে, সবার মতোই সাক্ষাৎকার পর্বে চাকরিপ্রার্থীদের অ্যাপলও প্রশ্ন করে থাকে সাক্ষাৎকারদাতার আগের কাজ সম্পর্কে। শুধু তা-ই নয়, সাক্ষাৎকার পর্বে প্রার্থীর কাছে জানতে চাওয়া হয় মনোমুগ্ধকর কিছু ধাঁধার উত্তর। আর তা উতরে গেলেই মিলতে পারে স্বপ্নের অ্যাপলে একখানা চাকরি। এখানে রয়েছে তেমন কিছু প্রশ্ন, যা সম্প্রতি অ্যাপল তাদের চাকরি প্রার্থীদের কাছে জানতে চায়।

প্রশ্ন: ধরুন, আপনার কাছে দুটি ডিম রয়েছে এবং আপনি বের করতে চাচ্ছেন কত উঁচু থেকে ডিম দুটি ফেললে ভাঙবে না। সে ক্ষেত্রে আপনি কী করবেন? সবচেয়ে সহজ সমাধান কী?  পদ: সফটওয়্যার প্রকৌশলী
প্রশ্ন: ধরুন, আপনার কাছে দুটি ডিম রয়েছে এবং আপনি বের করতে চাচ্ছেন কত উঁচু থেকে ডিম দুটি ফেললে ভাঙবে না। সে ক্ষেত্রে আপনি কী করবেন? সবচেয়ে সহজ সমাধান কী? পদ: সফটওয়্যার প্রকৌশলী
প্রশ্ন: এমন একটি সমস্যার কথা বলেন, যেটি খুবই আগ্রহমূলক এবং সেটি কীভাবে সমাধান করবেন?  পদ: সফটওয়্যার প্রকৌশলী
প্রশ্ন: এমন একটি সমস্যার কথা বলেন, যেটি খুবই আগ্রহমূলক এবং সেটি কীভাবে সমাধান করবেন? পদ: সফটওয়্যার প্রকৌশলী
প্রশ্ন: অ্যাপল কম্পিউটারস ইনকরপোরেটেড নাম পরিবর্তন করে কেন অ্যাপল ইনকরপোরেটেড রেখেছে?  পদ: বিশেষজ্ঞ
প্রশ্ন: অ্যাপল কম্পিউটারস ইনকরপোরেটেড নাম পরিবর্তন করে কেন অ্যাপল ইনকরপোরেটেড রেখেছে? পদ: বিশেষজ্ঞ
প্রশ্ন: যদি আমরা আপনাকে নিয়োগ দিই, তাহলে আপনি আমাদের জন্য কী করবেন?  পদ: জ্যেষ্ঠ সফটওয়্যার প্রকৌশলী
প্রশ্ন: যদি আমরা আপনাকে নিয়োগ দিই, তাহলে আপনি আমাদের জন্য কী করবেন? পদ: জ্যেষ্ঠ সফটওয়্যার প্রকৌশলী
প্রশ্ন: এমন কিছু সম্পর্কে বলেন, যেটি আপনি ইতিমধ্যে করেছেন এবং আপনি তার জন্য গর্ববোধ করেন।  পদ: সফটওয়্যার প্রকৌশল ব্যবস্থাপক
প্রশ্ন: এমন কিছু সম্পর্কে বলেন, যেটি আপনি ইতিমধ্যে করেছেন এবং আপনি তার জন্য গর্ববোধ করেন। পদ: সফটওয়্যার প্রকৌশল ব্যবস্থাপক
প্রশ্ন: অপমানজনক কোনো অভিজ্ঞতার কথা বলুন।  পদ: অ্যাপল রিটেইল বিশেষজ্ঞ
প্রশ্ন: অপমানজনক কোনো অভিজ্ঞতার কথা বলুন। পদ: অ্যাপল রিটেইল বিশেষজ্ঞ
প্রশ্ন: প্রতিদিন কত শিশু জন্ম নিচ্ছে?  পদ: বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাপক
প্রশ্ন: প্রতিদিন কত শিশু জন্ম নিচ্ছে? পদ: বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাপক
প্রশ্ন: গত চার বছরে আপনার সবচেয়ে ভালো দিন এবং খারাপ দিন কোনটি?  পদ: প্রকৌশল প্রকল্প ব্যবস্থাপক
প্রশ্ন: গত চার বছরে আপনার সবচেয়ে ভালো দিন এবং খারাপ দিন কোনটি? পদ: প্রকৌশল প্রকল্প ব্যবস্থাপক

সূত্র: গ্যাজেটস নাউ