রেজারের প্রথম স্মার্টফোন

সম্ভাব্য রেজার ফোনের কনসেপ্ট।
সম্ভাব্য রেজার ফোনের কনসেপ্ট।

গেমারদের কথা মাথায় রেখে প্রথমবারের মতো স্মার্টফোন তৈরি করছে গেমপণ্য নির্মাতা রেজার। আগামী নভেম্বর মাসে বিশেষ আয়োজনের মাধ্যমে স্মার্টফোনটির ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। নতুন স্মার্টফোন ঘোষণার আগেভাগে জিএফএক্সবেঞ্চ ওয়েবসাইটে রেজারের অ্যান্ড্রয়েডচালিত ফোনটির তথ্য প্রকাশ করা হয়েছে। ওই তথ্য অনুযায়ী, রেজার ফোনে থাকবে ৮ জিবি র‍্যাম ও উন্নত নানা ফিচার।

ফোন রাডার নামের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রেজার ফোনে থাকবে ৫ দশমিক ৭ ইঞ্চি মাপের কিউএইচডি (১৪৪০ বাই ২৫৬০ পিক্সেল) ডিসপ্লে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট ব্যবহৃত হবে। ফোনটিতে ৬৪ জিবি বিল্টইন স্টোরেজ থাকবে। ফোনটির পেছনে ১২ মেগাপিক্সেল ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

রেজার কর্তৃপক্ষ বলছে, তারা যে মানের হার্ডওয়্যার দিয়ে স্মার্টফোন তৈরি করছে তা গেমিং ডিভাইস তৈরির লক্ষ্য পূরণ করবে। অবশ্য হার্ডওয়্যারের পূর্ণ ব্যবহারের বিষয়টি রেজারের সফটওয়্যার ব্যবস্থাপনার ওর নির্ভর করবে।

স্মার্টফোন বাজারের সাম্প্রতিক ধারা মেনেই স্মার্টফোনের বাজারে ঢুকছে রেজার। এর আগে নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন তৈরিতে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করেছে। এর মধ্যে পেপসি এ বছরের শুরুতে স্মার্টফোন এনেছে।

ক্যামেরা নির্মাতা রেড নতুন স্মার্টফোন তৈরিতে কাজ করছে। স্মার্টফোনের বাজার আকর্ষণীয় মনে হলেও রেজারকে অ্যাপল ও স্যামসাংয়ের বিরুদ্ধে লড়তে হবে। অ্যাপল ও স্যামসাং ছাড়া অন্যান্য স্মার্টফোন নির্মাতারা লোকসান গুনছে বেশি। অবশ্য গেমিং যন্ত্রাংশ তৈরিতে দক্ষতা রয়েছে রেজারের। এ বছরের শুরুতে নেক্সবিট নামের একটি প্রতিষ্ঠান অধিগ্রহণ করে রেজার। ওই প্রতিষ্ঠানটি ক্লাউডনির্ভর ফোন তৈরি করছিল। তথ্যসূত্র: এনডিটিভি অনলাইন।