স্টার্টআপ বিভাগে পুরস্কার পেল জেমসক্লিপ

সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০১৭’-এর পুরস্কার প্রদান করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তাঁর কাছ থেকে পুরস্কার ও সনদপ গ্রহণ করেন জেমসক্লিপের ব্যবস্থাপনা পরিচালক রোমি এফ আহসান। এ সময় উপস্থিত ছিলেন জুরি বোর্ডের চেয়ারম্যান আরএল ভাটিয়া, কনস্টান্টিনোস এস গাভ্রিয়েল এবং জেমসক্লিপের প্রধান নির্বাহী মনোয়ার হোসেন খান। সংগৃহীত।
সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০১৭’-এর পুরস্কার প্রদান করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তাঁর কাছ থেকে পুরস্কার ও সনদপ গ্রহণ করেন জেমসক্লিপের ব্যবস্থাপনা পরিচালক রোমি এফ আহসান। এ সময় উপস্থিত ছিলেন জুরি বোর্ডের চেয়ারম্যান আরএল ভাটিয়া, কনস্টান্টিনোস এস গাভ্রিয়েল এবং জেমসক্লিপের প্রধান নির্বাহী মনোয়ার হোসেন খান। সংগৃহীত।

দেশের ই–কমার্স প্রতিষ্ঠান জেমসক্লিপ ‘স্টার্ট-আপ অব দ্য ইয়ার’ বিভাগে ‘সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০১৭’ অর্জন করেছে। গত ২৯ অক্টোবর রাজাধানীর একটি হোটেলে ব্যবসায়িক সংগঠন ওয়ার্ল্ড এইচআরডি কনগ্রেস ও এশিয়ান কনফেডারেশন যৌথভাবে এই পুরস্কার প্রদান করে। ই-জেনারেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান জেমসক্লিপ। এটি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অফিস সরঞ্জাম সরবরাহ করে।
‘সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০১৭’-এর পুরস্কার প্রদান করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তাঁর কাছ থেকে পুরস্কার ও সনদপ গ্রহণ করেন জেমসক্লিপের ব্যবস্থাপনা পরিচালক রোমি এফ আহসান। এ সময় উপস্থিত ছিলেন জুরি বোর্ডের চেয়ারম্যান আরএল ভাটিয়া, কনস্টান্টিনোস এস গাভ্রিয়েল এবং জেমসক্লিপের প্রধান নির্বাহী মনোয়ার হোসেন খান।
পুরস্কার পাওয়া প্রসঙ্গে জেমসক্লিপের চেয়ারম্যান শামীম আহসান বলেন, জেমসক্লিপের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে ক্রয় ও তাতে স্বচ্ছতা আনতে পারবে। এ পুরস্কার জেমসক্লিপকে আরও উতসাহিত করবে।
জেমসক্লিপের সাইটের ঠিকানা www.gemsclip.com। বিজ্ঞপ্তি।