কর্মসংস্থান বাড়াতে কাজী আইটির উদ্যোগ

কাজী আইটির প্রতিষ্ঠাতা মাইক কাজী
কাজী আইটির প্রতিষ্ঠাতা মাইক কাজী

দেশে প্রযুক্তি খাতে কর্মসংস্থান তৈরি পদক্ষেপ নিচ্ছে কাজী আইটি। ১ নভেম্বর বুধবার রাজধানীর নিকুঞ্জে কাজী আইসিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় এ কথা জানান কাজী আইটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাইক কাজী। তিনি বলেন, ১১ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চাকরি মেলার আয়োজন করেছে কাজী আইটি সেন্টার লিমিটেড। ‘কাজী আইটি ক্যারিয়ার বুটক্যাম্প’ শীর্ষক দিনব্যাপী এই মেলায় প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

মাইক কাজীর তথ্যমতে, কাজী আইসিটি সেন্টারকে বেসরকারি সফটওয়্যার টেকনোলজি পার্ক ঘোষণা দিয়েছে সরকার। বর্তমানে দেশে তাদের ৬০০ কর্মী আছে। আগামী এক বছরের মধ্যে আরও এক হাজার কর্মী নিয়োগ করতে চান তাঁরা। রাজধানীর নিকুঞ্জ, ধানমন্ডি ও রাজশাহীতে অফিস হবে। ইংরেজি ও ব্যবসা বিশ্লেষণে সক্ষম প্রার্থীদের চাকরি পেতে সুবিধা হবে। কাজী আইটি প্রতিষ্ঠা হয় ২০১০ সালে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্যাক অফিস। যুক্তরাষ্ট্রের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাজ বাংলাদেশের এই ব্যাক অফিসের মাধ্যমে সম্পন্ন করে প্রতিষ্ঠানটি।