প্রযুক্তিভিত্তিক ব্যবসা উদ্ভাবকদের জন্য প্রতিযোগিতা

‘বাংলালিংক ইনোভেটর’ নামের একটি প্রতিযোগিতার ঘোষণা দেন মোবাইল অপারেটরটির কর্মকর্তারা। ছবি: সংগৃহীত।
‘বাংলালিংক ইনোভেটর’ নামের একটি প্রতিযোগিতার ঘোষণা দেন মোবাইল অপারেটরটির কর্মকর্তারা। ছবি: সংগৃহীত।

প্রযুক্তিভিত্তিক ব্যবসা উদ্ভাবকদের জন্য ‘বাংলালিংক ইনোভেটর’ নামের একটি প্রতিযোগিতা শুরু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের বিনোদন, জীবনযাপন, শিক্ষা, ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক অভিনব ব্যবসায়িক পরিকল্পনা জানাতে হবে। প্রতিভাবান প্রতিযোগীদের বাছাই করে গ্রুমিং, বুট ক্যাম্প, ওয়ার্কশপ ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে দক্ষতা বাড়াবে প্রতিষ্ঠানটি। বিজয়ী দল পুরস্কার হিসেবে পাবে ৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানার-আপ পুরস্কার পাবে ৩ লাখ ও ১ লাখ টাকা। অংশগ্রহণের জন্য https://www.banglalink. net/en/ennovators লিংকে নিবন্ধন করা যাবে। ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করার সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তি।