শুরু হচ্ছে অডেসি অব দ্য মাইন্ড প্রতিযোগিতা

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে অডেসি অব দ্য মাইন্ড নামের আন্তর্জাতিক প্রতিযোগিতা। নতুন উদ্ভাবনের মাধ্যমে নানা সমস্যার সৃজনশীল সমাধানের লক্ষ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইনোভেশন ফোরাম এ প্রতিযোগিতার আয়োজন করবে। প্রতিযোগিতা উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর সফটওয়্যার টেকনোলজি পার্কে এক সেমিনারের আয়োজন করে ইনোভেশন ফোরাম।

বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান জানান, প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বিভিন্ন ধাপে নানা সমস্যার সৃজনশীল সমাধানের জন্য এ আয়োজন সারা বিশ্বে পরিচিত। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা এবং উদ্ভাবন সংস্কৃতি তৈরিতে ইনোভেশন ফোরাম এ আয়োজন করছে। সেরা পাঁচটি দল চূড়ান্ত পর্বে যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে অন্য প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতা বিষয়ে তথ্য পাওয়া যাবে অডিসি অব দ্য মাইন্ড (https://www.odysseyofthemind.com/) ও ইনোভেশন ফোরামের ওয়েবসাইটে।