বাজারে আসুসের নতুন ভিভোবুক

ভিভোবুক এস ১৪
ভিভোবুক এস ১৪

সম্প্রতি দেশের বাজারে এসেছে আসুসের নতুন ল্যাপটপ। ভিভোবুক এস সিরিজের ল্যাপটপ মূলত আল্ট্রাবুক বা হালকা-পাতলা ল্যাপটপ হিসেবে পরিচিত। ভিভোবুক এস ১৪ মডেলটির ওজন ১ দশমিক ৩ কেজি আর ভিভোবুক এস ১৫–এর ওজন ১ দশমিক ৭ কেজি।

ভিভোবুক এস সিরিজের প্রধান আকর্ষণ এর ন্যানো-এজ ডিসপ্লে। অর্থাৎ এতে বেজেল আছে খুব কম। এস ১৪ ও এস ১৫ দুটি মডেলেই ইনটেলের সর্বশেষ ৮ম প্রজন্মের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এ প্রসেসর আগের প্রজন্মের প্রসেসরের চেয়ে ৩০ গুণ শক্তিশালী। নোটবুকে রয়েছে এনভিডিয়া এমএক্স ১৪০ গ্রাফিকস কার্ড। এতে আছে এক টেরাবাইট পর্যন্ত হার্ডডিস্ক।

উন্নত মানের প্লাস্টিকের তৈরি ভিভোবুকে ব্যাকলিট কিবোর্ড ও সহজে টাইপ করা সুবিধা রয়েছে। ইউএসবি ৩.১, এইচডিএমআই, এসডিকার্ড রিডারসহ নানা সুবিধা আছে এতে। টাচপ্যাডের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। বাজারে অষ্টম প্রজন্মের প্রসেসরযুক্ত ভিভোবুক এস ১৪ মডেলটির দাম শুরু ৫৮ হাজার ৮০০ টাকা থেকে শুরু। সপ্তম প্রজন্মের কোর আই ৩ প্রসেসরের ভিভোবুক এস ১৫ মডেলটির দাম শুরু ৪৫ হাজার ৫০০ টাকা থেকে।