শিখনের 'সৃজনশীল প্রশ্নকরণ উৎসব'

সবার মধ্যে সৃজনশীল প্রশ্ন সম্পর্কে সচেতনতা তৈরি ও প্রশ্ন ভান্ডার সমৃদ্ধ করতে ‘সৃজনশীল প্রশ্নকরণ উৎসব’ নামের একটি অনুষ্ঠান আয়োজন করেছে শিখন ডট ওআরজি নামের একটি প্রতিষ্ঠান। অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে বিশেষ একটি প্রতিযোগিতার আয়োজনও করছে শিখনের উদ্যোক্তারা। shikhon.org সাইটে নিবন্ধন করে প্রশ্ন তৈরি, সম্পাদনার কাজের মাধ্যমে পয়েন্ট অর্জন করতে হবে। যাঁদের পয়েন্ট বেশি হবে তাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ৪০ জন পাবেন পুরস্কার। ১৬ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। 

শিখনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নের মান ঠিক রাখা কঠিন। সঠিক মানের প্রশ্ন তৈরির জন্য একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। ২০১৫ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির আর্থিক সহায়তায় শিখনের যাত্রা শুরু হয়। শিখনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এটি মূলত উন্মুক্ত সৃজনশীল প্রশ্ন ডাটাবেস। এর স্লোগান হচ্ছে—ভিড়ের অংশ নয়, অংশগ্রহণে চাই ভিড়।