টিকেটশালায় মিলবে টিকিট

অনলাইনে টিকিট কাটা, হোটেল বুকিং থেকে শুরু করে ভ্রমণবিষয়ক নানা সুবিধা দিতে চালু হয়েছে টিকেটশালা ডটকম নামের একটি অনলাইন ট্রাভেল মার্কেটপ্লেস। এ সাইট থেকে দেশ-বিদেশের ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, বিমান টিকিট কাটার সুবিধা আছে। 

টিকেটশালার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশ ও দেশের বাইরে প্রায় ৫০০ হোটেলের সঙ্গে চুক্তি রয়েছে টিকেটশালার।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কিশোয়ার পারভেজ বলেন, বাঙালি ভ্রমণ করতে পছন্দ করেন। কিন্তু ভ্রমণ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়। অনলাইনে সহজ ভ্রমণবিষয়ক সেবা দিচ্ছে টিকেটশালা। কম খরচে গ্রাহক সেবা নিশ্চিত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ সাইট ব্যবহারকারীরা এমন অনেক সুবিধা পাবেন যা এর আগে পাননি। অনলাইনে বসেই টিকিট কেনা থেকে শুরু করে হোটেল বুকিং সব করতে পারবেন। নির্দিষ্ট বুকিং বা টিকিট কাটার মধ্যেই সীমাবদ্ধ নয় টিকেটশালা। ভ্রমণে গেলে কোথায় ঘুরবেন, কোথায় খাবেন প্রভৃতি বিষয়ে সহযোগিতা করে প্রতিষ্ঠানটি। কল সেন্টার ও লাইভ চ্যাট সুবিধা রয়েছে এতে। সাইটটির লিংক https://www.ticketshala.com