শাওমির নতুন স্মার্টফোন বাজারে

শাওমির ‘রেডমি ৫-এ’ স্মার্টফোনটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডর (এইবিএল) কর্মকর্তারা। ছবি: সংগৃহীত।
শাওমির ‘রেডমি ৫-এ’ স্মার্টফোনটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডর (এইবিএল) কর্মকর্তারা। ছবি: সংগৃহীত।

দেশের বাজারে ‘রেডমি ৫-এ’ নামের এন্ট্রি লেভেলের স্মার্টফোনের ঘোষণা দিয়েছে শাওমি। স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি মাপের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪২৫ কোয়াড-কোর প্রসেসর, ২ জিবি র‍্যাম সুবিধা।

শাওমির ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডর (এইবিএল) প্রধান নির্বাহী দেওয়ান কানন জানান, দেশের বাজারে সাশ্রয়ী দামের স্মার্টফোন এনেছে শাওমি। ফোনটির ইন্টারনাল মেমোরি ১৬ জিবি। এ ছাড়া দুটি সিম কার্ডের স্লটসহ আলাদা মেমোরি কার্ডের স্লটও এতে দেওয়া আছে। এর পেছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। এর ব্যাটারি তিন হাজার এমএএইচ। এর দাম ১০ হাজার ৯৯০ টাকা। সঙ্গে ১০ জিবি পর্যন্ত গ্রামীণফোনের ডেটা পাওয়া যাবে। এ ছাড়া থাকবে দুই বছরের বিক্রোয়োত্তর সেবা। অনুমোদিত মি স্টোর ও অনলাইন স্টোরে এটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তি