এসেছে নতুন বিজ্ঞানবাক্স

বিজ্ঞানবাক্সের বিভিন্ন উপকরণ পরীক্ষা করে দেখছে শিশুরা। বাণিজ্য মেলায় বিজ্ঞানবাক্সের স্টলে। ছবি: সংগৃহীত
বিজ্ঞানবাক্সের বিভিন্ন উপকরণ পরীক্ষা করে দেখছে শিশুরা। বাণিজ্য মেলায় বিজ্ঞানবাক্সের স্টলে। ছবি: সংগৃহীত

খুদে বিজ্ঞানীদের জন্য বৃহৎ গবেষণাগার বিজ্ঞানবাক্স। এটি বাংলাদেশের প্রথম সায়েন্স কিট। এ বাক্সে থাকা বিজ্ঞানের নানা পরীক্ষা করার উপকরণ। শিশুদের বিজ্ঞানমনস্ক করে তুলতে অন্য রকম গ্রুপ এবার তৈরি করেছে নতুন একটি বিজ্ঞানবাক্স। এর নাম ‘শব্দকল্প’। এ বাক্সের যন্ত্রপাতি নিয়ে শব্দের নানা পরীক্ষা করতে পারবে শিশুরা।

অন্য রকমের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্য রকম বিজ্ঞানবাক্সে থাকে নানা উপকরণ। এগুলো ব্যবহার করে শিক্ষার্থীরা পাঠ্যবই-সংশ্লিষ্ট এবং পাঠ্যবইয়ের বাইরের বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা হাতে-কলমে করতে পারে। প্রতিটি বাক্সে সহায়ক হিসেবে থাকে নির্দেশিকা ও সিডি। আলোর ঝলক, চুম্বকের চমক, তড়িৎ তাণ্ডব, রসায়ন রহস্য, অদ্ভুত মাপজোখ—এই পাঁচটি বাক্সের সঙ্গে এবার নতুন যুক্ত হয়েছে ‘শব্দকল্প’।

বিজ্ঞানবাক্সের বিভিন্ন উপকরণ পরীক্ষা করে দেখছে শিশুরা। বাণিজ্য মেলায় বিজ্ঞানবাক্সের স্টলে। ছবি: সংগৃহীত
বিজ্ঞানবাক্সের বিভিন্ন উপকরণ পরীক্ষা করে দেখছে শিশুরা। বাণিজ্য মেলায় বিজ্ঞানবাক্সের স্টলে। ছবি: সংগৃহীত

অন্য রকম কর্তৃপক্ষ জানিয়েছে, ছয়টি বিজ্ঞানবাক্সে যে উপকরণ আছে, তাতে ১৬০-এর বেশি পরীক্ষা করার সুযোগ পায় শিশুরা। এবার বাণিজ্য মেলায় বিজ্ঞানবাক্সের স্টলে ও রকমারি ডটকমে বিজ্ঞান বাক্সগুলো পাওয়া যাবে। মেলা উপলক্ষে বিজ্ঞানবাক্সে ছাড় চলছে।