ফোরজিতে আগ্রহ ৫ অপারেটরের

দেশে চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগ সেবা চালুর জন্য পাঁচটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এগুলো হলো গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক ও সিটিসেল। এর মধ্যে সিটিসেলের কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।

ফোরজি লাইসেন্সের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ দুপুর ১২টা পর্যন্ত। ফোরজির সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বিকেল চারটায় এক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এতে ফোরজির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেবেন।

এই পাঁচ মোবাইল ফোন অপারেটরকে নিয়ে আগামী ১৩ ফেব্রুয়ারি তরঙ্গ নিলাম হবে। এই নিলামে ফোরজি চালুর লাইসেন্স দেওয়া হবে যোগ্যদের।