হুয়াওয়ের নোভা টুআইয়ে নতুন ফিচার

নোভা টুআই
নোভা টুআই

নোভা টুআই ব্যবহারকারীদের জন্য সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে হুয়াওয়ে। নিরাপত্তাসংক্রান্ত ‘ফেস আনলক’ ও ‘এআর লেন্স’ নামের দুটি ফিচার যুক্ত হয়েছে এতে। স্মার্টফোনটির সব সংস্করণেই ইএমইউআই সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ থাকবে।

গত বছরের অক্টোবর মাসে বাজারে আসে নোভা টুআই। হুয়াওয়ে ফুলভিউ ডিসপ্লে ও চার ক্যামেরার স্মার্টফোনটিতে ফেশিয়াল রিকগনিশন বা মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি রয়েছে। এতে রয়েছে স্টোরেজ সিকিউরিটি ও অ্যালগরিদম সিকিউরিটি।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেস বিভাগের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, হুয়াওয়ে নোভা টুআই হচ্ছে তরুণ প্রজন্মের স্মার্টফোন। এতে এআর লেন্সের মতো ফিচার যুক্ত হয়েছে। এ ছাড়া নিরাপত্তার জন্য ফেস আনলক ব্যবস্থা এসেছে।