নতুন স্মার্টফোন আনল সিম্ফনি

ছবি: সিম্ফনি পি৬
ছবি: সিম্ফনি পি৬

পি ৬ নামে নতুন একটি স্মার্টফোন বাজারে এনেছে সিম্ফনি। পাঁচ দশমিক তিন ইঞ্চি মাপের এই ফোনটির পেছনে ১৩ ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
সিম্ফনি কর্তৃপক্ষ জানিয়েছে, পি৬ নামের এই স্মার্টফোনটি স্মার্ট রিমোট কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা যায়। এর সাহায্যে টিভি, এসি, ডিভিডি প্লেয়ার, প্রজেক্টরের মতো যন্ত্র চালানো যায়।
এ ছাড়া, এতে ফিচার হিসেবে রয়েছে অটোফোকাস এবং ট্রাই-এলইডি ফ্ল্যাশলাইট, জিরো শাটার ডিলে, গ্রেডিয়েন্টার, নয়েজ রিডাকশন, সেলফ টাইমার, ফেস বিউটি মোড, প্যানারমা মোড, মাল্টি অ্যাঙ্গেল ভিউ প্রভৃতি।
পি ৬ স্মার্টফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, এক জিবি র‍্যাম ও ২৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।
সিম্ফনির বিপণন বিভাগের প্রধান আশরাফুল হক বলেন, অ্যান্ড্রয়েড ললিপপ সংস্করণের ফোনটিতে ওভার দ্য এয়ার বা ওটিএ সুবিধা থাকায় ওয়াই-ফাই বা মোবাইল ডেটা কানেকশনের মাধ্যমে সহজেই এ ফোনের ফার্মওয়্যার আপডেট করা যাবে। এ ছাড়াও এতে মাল্টি জেসচার, কুইক লক স্ক্রিন, হ্যান্ডসেট শেক করার মাধ্যমে স্ক্রিন শট নেওয়ার মতো অপশন রয়েছে। ৮ দশমিক ২৫ মিলিমিটার পুরু পি৬ ফোনটি গোল্ড বা সোনালি, ধূসর বা গ্রে এবং হোয়াইট বা সাদা রঙে পাওয়া যাবে।
পি ৬ স্মার্টফোনটির দাম নয় হাজার ৯৯০ টাকা।