৬ বছরে প্রিয়শপ

৬ বছরে পা রেখেছে বাংলাদেশি ই-কমার্স সাইট প্রিয়শপ।
৬ বছরে পা রেখেছে বাংলাদেশি ই-কমার্স সাইট প্রিয়শপ।

বৈশ্বিক ই-কমার্স সুবিধা চালুর মধ্য দিয়ে ৬ বছরে পা রাখল ই-কমার্স সাইট প্রিয়শপ ডটকম। এই সেবার মাধ্যমে প্রিয়শপ গ্লোবাল ডোমেইন থেকে আলিবাবা গ্রুপের তাওবাও ও টি-মল ডটকম প্ল্যাটফর্মের পণ্য কেনা যাবে। এতে দেশি মুদ্রা ও পেমেন্ট পদ্ধতি ব্যবহার করা যাবে। গ্রাহকের পাশাপাশি পণ্য আমদানিকারকেরাও এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

প্রিয়শপের প্রধান নির্বাহী আশিকুল আলম খান জানান, ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে প্রিয়শপ। ঢাকার বাইরেও সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। ৪০ শতাংশ ফরমাশ আসে ঢাকার বাইরে থেকে। দেশের বাইরে কানাডা, ইংল্যান্ড, ইতালি, জাপান ও দুবাইয়ে পণ্য সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে ৫ লাখ ক্রেতার কাছে ৪৫০টি যাচাই করা পণ্য সরবরাহকারীর পণ্যসেবা দিচ্ছে প্রিয়শপ। দেশে ৪৫ জনের কর্মসংস্থান করেছে ই-কমার্স সাইটটি।

প্রিয়শপে লাইফস্টাইল ও উপহার পণ্য পাওয়া যায়। ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপ সুবিধা আছে। পেমেন্ট পদ্ধতি হিসেবে রয়েছে ক্যাশ অন ডেলিভারি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ। প্রিয়শপ গ্লোবালের ঠিকানা https://global.priyoshop.com