বেসিস সফটএক্সপো সরাসরি সম্প্রচার হবে ডিজি বাংলা ২৪ চ্যানেল

বেসিস সফটএক্সপোর অনুষ্ঠান সারা বিশ্বে সরাসরি সম্প্রচারের জন্য বেসিস এবং আমেরিকা ভিত্তিক অনলাইন টিভি চ্যানেল ডিজি বাংলা ২৪-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিজ্ঞপ্তি।
বেসিস সফটএক্সপোর অনুষ্ঠান সারা বিশ্বে সরাসরি সম্প্রচারের জন্য বেসিস এবং আমেরিকা ভিত্তিক অনলাইন টিভি চ্যানেল ডিজি বাংলা ২৪-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিজ্ঞপ্তি।

এ বছরের বেসিস সফটএক্সপো মেলার অনুষ্ঠান সারা বিশ্বে সরাসরি সম্প্রচারের জন্য বেসিস এবং আমেরিকা ভিত্তিক অনলাইন টিভি চ্যানেল ডিজি বাংলা ২৪-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ২২-২৫ ফেব্রুয়ারি এ মেলা অনুষ্ঠিত হবে।

বেসিসের পক্ষে সফটএক্সপোর আহ্বায়ক ও বেসিসের পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল এবং ডিজি বাংলা ২৪-এর কর্ণধার সাইফুল ইসলাম সিদ্দিক সমঝোতা স্মারক সাক্ষর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বলিষ্ঠ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার নিমিত্তে আইসিটি বিষয়ক অনুষ্ঠান ও মেলা, ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬, সফটএক্সপো ২০১৭, APICTA ২০১৭ সারা বিশ্বে সম্প্রচারের মাধ্যম ডিজিবাংলা ২৪ বাংলাদেশকে তুলে ধরার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছে। চ্যানেলটি ২৪ ঘণ্টা www.digibangla.tv তে দেখা যায়, এ ছাড়াও ‘Radiant IPTV’ নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২১ দেশে সম্প্রচার হয়। বিজ্ঞপ্তি।