তরুণদের ফুলস্ক্রিন স্মার্টফোনে আগ্রহ বেশি

শাওমি রেডমি ৫
শাওমি রেডমি ৫

বর্তমানে বাংলাদেশের স্মার্টফোনের বাজারে ফুলস্ক্রিন ডিসপ্লেতে তরুণদের আগ্রহ বেশি। তরুণদের আগ্রহকে গুরুত্ব দিয়ে নতুন স্মার্টফোন আনার কথা জানিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি।

বাংলাদেশে শাওমির জাতীয় পরিবেশক সোলার ইলেকট্রো বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, বর্তমানে ফুলস্ক্রিন ডিসপ্লের ঝোঁক চলছে। এ লক্ষ্যে শাওমির রেডমি ৫ নামের একটি স্মার্টফোন বাজারে এনেছে। রেডমি ৫-এর দাম সাধ্যের মধ্যে রাখা হয়েছে। গ্রাহকদের জন্য ১৩ হাজার ৯৯০ টাকায় ফুলস্ক্রিন ডিসপ্লের ফোরজি স্মার্টফোন দিচ্ছে শাওমি।

রেডমি ৫ ফোনটিতে ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। স্মার্টফোনটির ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজের আরেকটি সংস্করণ রয়েছে। এর দাম ১৫ হাজার ৯৯০ টাকা। স্মার্টফোনটিতে ৫ দশমিক ৭ ইঞ্চির এইচডি প্লাস ফুলস্ক্রিন ডিসপ্লে রয়েছে। এর পেছনে ১২ মেগাপিক্সেল এ সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এর ব্যাটারি ৩ হাজার ৩০০ মিলি-অ্যাম্পিয়ার। বিজ্ঞপ্তি।