ডিজিটাল ম্যাগাজিন প্ল্যাটফর্ম কিনছে অ্যাপল

ম্যাগাজিন অ্যাপ সাবস্ক্রিপশন সার্ভিস টেক্সচার কিনছে অ্যাপল। তবে কত টাকার বিনিময়ে ডিজিটাল ম্যাগাজিন প্ল্যাটফর্মটি কিনে নিচ্ছে, তা প্রকাশ করা হয়নি। মাসে ৯ দশমিক ৯৯ ডলারের বিনিময়ে অ্যাপটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের পাঠকেরা ২০০টি ম্যাগাজিন পড়ার সুযোগ পেয়ে থাকেন।

বিবিসি অনলাইনের এক খবরে জানানো হয়, অ্যাপটি বর্তমানে নেক্সট ইস্যু মিডিয়ার অধীনে পরিচালিত হয়। এর পেছনে ম্যাগাজিন প্রকাশক কন্ড ন্যাস্ট, হার্সট, মেরেডিথ, নিউজ করপোরেশন, রজারস কমিউনিকেশনস ও টাইম ইনকরপোরেশন রয়েছে। ২০১০ সালে টেক্সচার চালু হয়। ২০১৬ সালে অ্যাপ স্টোরে সেরা অ্যাপ বলে বিবেচিত হয়েছে।

অ্যাপল কর্তৃপক্ষের ভাষ্য, নির্ভরযোগ্য উৎস থেকে উন্নত সাংবাদিকতার বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ থাকবে।