টিম ক্যাড সেন্টারের নতুন যাত্রা

টিম ক্যাড সেন্টারের সংবাদ সম্মেলনে ক্যাড সেন্টারের ট্রেনিং সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক এস কে সেলভান, প্রধান নির্বাহী কর্মকর্তা তৌফিকুল ইসলামসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত
টিম ক্যাড সেন্টারের সংবাদ সম্মেলনে ক্যাড সেন্টারের ট্রেনিং সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক এস কে সেলভান, প্রধান নির্বাহী কর্মকর্তা তৌফিকুল ইসলামসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত

কম খরচে অটো ক্যাড প্রশিক্ষণ দিতে উদ্যোগ নিয়েছে টিম ক্যাড সেন্টার। আজ সোমবার বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে টিম ক্যাড সেন্টারের দেশি ও বিদেশি প্রতিনিধিরা অটো ক্যাডের সম্ভাবনা ও প্রশিক্ষণ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

টিম ক্যাড সেন্টারে প্রধান নির্বাহী কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে ক্যাড সেন্টার বিশ্বব্যাপী একটি সুপরিচিত নাম। ক্যাড সেন্টার-ফ্র্যাঞ্চাইজি হিসেবে আট বছরে তিন হাজারের বেশি তরুণ এখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন। নতুন করে আবার শুরু হচ্ছে এর যাত্রা। এখান থেকে বাংলাদেশে বসে উন্নত দেশের মতো প্রশিক্ষণ পাওয়া যাবে।

ক্যাড সেন্টারের ট্রেনিং সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক এস কে সেলভান বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বিশ্বমানের দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কাজ করছি। টিম ক্যাড সেন্টার বাংলাদেশে আমাদের অফিশিয়াল সহযোগী। এ প্রশিক্ষণের মাধ্যমে দেশের কাজ করার পাশাপাশি আউটসোর্সিং করার সুযোগ তৈরি হবে।’