আইপিও ছাড়বে ডিজিকন টেকনোলজিস

আইপিও ছাড়া নিয়ে ডিজিকন টেকনোলজিসের সঙ্গে চুক্তি করেছে আইসিএমএল ও জেসিআইএল। ছবি: সংগৃহীত।
আইপিও ছাড়া নিয়ে ডিজিকন টেকনোলজিসের সঙ্গে চুক্তি করেছে আইসিএমএল ও জেসিআইএল। ছবি: সংগৃহীত।

দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) প্রতিষ্ঠান ডিজিকন টেকনোলজিস প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার ছাড়ার পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ উপলক্ষে সম্প্রতি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) ও জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (জেসিআইএল) এর সঙ্গে চুক্তি করেছে ডিজিকন টেকনোলজিস। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের একটি বিপিও প্রতিষ্ঠান আইপিও ছাড়বে।

ডিজিকন টেকনোলজিসের ব্যাবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান বলেন, ‘বিপিও খাতে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করছে ডিজিকন। আইপিও ছাড়া হলে এ উদ্দেশ্য আরও সফল হবে।