আইটি ইনকিউবেটরের দ্বিতীয় পর্ব শুরু

সম্ভাবনাময় ডিজিটাল স্টার্টআপগুলোকে সাহায্য করতে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে আইটি ইনকিউবেটর কর্মসূচি। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও মোবাইল অপারেটর বাংলালিংকের উদ্যোগে চালু হচ্ছে এ কর্মসূচি। এর আওতায় সফল উদ্যোগগুলোকে হাইটেক পার্কে জায়গা দেওয়াসহ নানা সুবিধা দেওয়া হয়।

সম্প্রতি রাজধানীর জনতা টাওয়ারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এবারের কর্মসূচিতে অংশগ্রহণের আবেদনসংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাইমুর রহমান ও দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৬ সালে অনুষ্ঠিত আইটি ইনকিউবেটরের প্রথম পর্ব শেষ হয়। উদ্যোক্তাদের অবকাঠামো, উপকরণ ও নির্দেশনাগত সাহায্য দিতে আবেদনকারী উদ্যোক্তাদের নির্বাচন করা হবে। আবেদন করা যাবে https://incubator.banglalink.net/ এ লিংক থেকে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।