এসিএম আইসিপিসির চূড়ান্ত প্রতিযোগিতা হচ্ছে বেইজিংয়ে

এসিএম আইসিপিসির মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। সেখানে অনংশ নিচ্ছে বাংলাদেশও। ছবি: বিজ্ঞপ্তি
এসিএম আইসিপিসির মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। সেখানে অনংশ নিচ্ছে বাংলাদেশও। ছবি: বিজ্ঞপ্তি

এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) ২০১৮ এর মূল প্রতিযোগিতা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হয়ে ৫ ঘণ্টা চলবে প্রতিযোগিতা। চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে বেলা ২টায় শুরু হওয়া সমাপনী অনুষ্ঠানে। বুধবার প্রতিযোগিতার মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মহড়ার পরে অনেকে বাংলাদেশি বুয়েট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দলকে শুভকামনা জানাতে ও উৎসাহ দিতে আসেন। সেখানে বাংলাদেশ থেকে আসা দলগুলোর কোচ ও প্রতিযোগীদের সঙ্গে কথা বলে জানা যায় তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা।

আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার এ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২১ বছর ধরে অংশগ্রহণ করছে বাংলাদেশ। ছবি: বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার এ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২১ বছর ধরে অংশগ্রহণ করছে বাংলাদেশ। ছবি: বিজ্ঞপ্তি

বুয়েটের কোচ মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘বাংলাদেশের ছেলেমেয়েরা প্রোগ্রামিং প্রতিযোগিতার এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২১ বছর ধরে অংশগ্রহণ করছে। এটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ’। তিনি আরও বলেন, মেধাভিত্তিক এই ধরনের বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ও সাফল্য থেকে আমরা বুঝতে পারি মস্তিষ্কই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমাদের সতেরো কোটি মস্তিষ্ক ঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন নিশ্চিত।

বুয়েট দলের প্রতিযোগী তন্ময় মল্লিক বলেন, চাপ নিচ্ছি না, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব ভালো ফলাফল করার।

শাবিপ্রবির প্রতিযোগী মওদুদ আহমদ খান বলেন, খুবই চমৎকার অভিজ্ঞতা। বিভিন্ন দেশ থেকে আসা সেরা প্রোগ্রামারদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তারা কীভাবে কাজ করে সে সম্পর্কে আরও ভালো ধারণা হচ্ছে। আশা করছি দেশে ফিরে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে জুনিয়র প্রোগ্রামারদেরও আরও ভালোভাবে গড়ে তুলতে পারব।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোচ মোহাম্মদ সাইফুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি চাই আমাদের দলগুলো ভারতের দলগুলোকে পেছনে ফেলে দক্ষিণ এশিয়ার সেরা হোক। ছবি: বিজ্ঞপ্তি