শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা সম্পন্ন

শিশুদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় আগ্রহী করতে সারা দেশের ১৮০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবে জেলা পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি
শিশুদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় আগ্রহী করতে সারা দেশের ১৮০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবে জেলা পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার হিসেবে শিশুদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় আগ্রহী করতে সারা দেশে ৬৪ জেলায় ১৮০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবে জেলা পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

৬৪ জেলা হতে প্রাথমিকভাবে ৫ হাজার ৪০০ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। স্ক্র্যাচ ও পাইথন দুই বিভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ২ হাজার ৭০০ জন করে অংশগ্রহণ করে। স্ক্র্যাচ প্রোগ্রামিং প্রতিযোগিতায় তিনজন শিক্ষার্থীরা একটি দল হিসেবে অংশ নেয় এবং পাইথনে এককভাবে অংশগ্রহণ করে।

শেখ রাসেল ডিজিটাল ল্যাবে শিশুরা। ছবি: বিজ্ঞপ্তি
শেখ রাসেল ডিজিটাল ল্যাবে শিশুরা। ছবি: বিজ্ঞপ্তি

এর আগে সারা দেশে ১৮০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবে গত ১২মে থেকে ৩০মে পর্যন্ত তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে গত ১৬ ও ১৭ এপ্রিল প্রশিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে ৩৬০ জন আইসিটি শিক্ষক এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কো-অর্ডিনেটরেরা প্রশিক্ষণ নেন।

প্রতিযোগিতার বিস্তারিত ফেসবুক পেজ ‘জাতীয় শিশুকিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা’ দেখতে পারেন। বিজ্ঞপ্তি