বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ব্লাড ডোনেশন হাব চালু করেছে ফেসবুক

ফেসবুকে রক্তদানের ফিচার। ছবি: সংগৃহীত
ফেসবুকে রক্তদানের ফিচার। ছবি: সংগৃহীত

ফেসবুক তাদের প্ল্যাটফর্মের নির্দিষ্ট স্থানে যুক্ত করছে ‘রক্তদান’ ফিচার বাটন, যার মাধ্যমে সহজেই রক্তদান কর্মসূচি, রক্তের জন্য অনুরোধ ও নিকটস্থ ব্লাড ব্যাংক-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ফেসবুকে ‘রক্তদান’ ফিচারটি নতুন রূপে চালু হয়। ফেসবুকের ওয়েবসাইটের একটি নতুন অপশন হিসেবে যুক্ত থাকছে রক্তদান।

ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিচারটির সাহায্যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মানুষ তাদের কাছের ব্যক্তিদের রক্তদান করতে পারবেন। এ ছাড়া এ দেশগুলোতে রক্তের স্বল্পতা, রক্তদানের প্রভাব ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ফেসবুক বিভিন্ন কর্মসূচি চালু করেছে।

যাঁরা ফেসবুকের রক্তদান ফিচারটি ব্যবহার করবেন, তাঁরা ফেসবুকে রক্তদাতা হিসেবেও সাইনআপ করতে পারবেন। নিকটস্থ কারও রক্তের প্রয়োজন হলে ফেসবুকে রক্তদাতা হিসেবে সাইন আপকারী নোটিফিকেশন পাবেন।

এখন পর্যন্ত ১০ মিলিয়নেরও বেশি মানুষ ফেসবুকে রক্তদাতা হিসেবে সাইনআপ করেছেন এবং অনেকেই ফেসবুকের সাহায্যে এ সুবিধা গ্রহণ করেছেন।

ফেসবুকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে মে ও জুন মাসে সাধারণত রক্তদাতার পরিমাণ সবচেয়ে কম থাকে। রক্তদাতার স্বল্পতা ও প্রয়োজন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং তাঁদের রক্তদানে উৎসাহিত করতে ফেসবুক জুন মাসজুড়ে একটি কর্মসূচি চালাচ্ছে। এ ছাড়া ফেসবুকের মাধ্যমে রক্তদান করার প্রক্রিয়া সম্বন্ধে পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া এবং যাঁরা ফেসবুকের ফিচার ব্যবহার করে রক্তদানের মাধ্যমে জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন, তাঁদের গল্প শেয়ার করা হচ্ছে।