আইপ্যাডের জন্য এমএস অফিস

আইপ্যাডের জন্য এমএস অফিস প্যাকেজ প্রোগ্রাম তৈরি করছে মাইক্রোসফট করপোরেশন। মাইক্রোসফটের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন। আগামী ২ এপ্রিলের মাইক্রোসফটের ‘বিল্ড ডেভেলপার’ সম্মেলনে এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। মাইক্রোসফট এখন আইপ্যাডের জন্য অফিস প্রোগ্রাম সফটওয়্যারের ওপর কাজ করছে।
মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, আইপ্যাডের জন্য অফিস প্রোগ্রামটি গত বছর জুনে প্রকাশিত হওয়া আইফোনের অফিসের মতোই হবে। এটি ওয়ার্ড ডকুমেন্টস তৈরি ও সম্পাদনার কাজ এবং পাওয়ার পয়েন্ট অ্যাপস পরিপূর্ণভাবে সমর্থন করবে।
ধারণা করা হচ্ছে, আইপ্যাডের জন্য এই অফিস প্রোগ্রামটি, বিশেষ করে মোবাইল যন্ত্রে সেবা বাড়ানোর একটি কৌশল। মাইক্রোসফট বিভিন্ন অ্যাপের মাধ্যমে বিভিন্ন অপারেটিং সিস্টেমে কয়েক বছর ধরেই অফিস প্রোগ্রামের সেবা দিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে, ২ এপ্রিলের সম্মেলনে অফিসের পরবর্তী সংস্করণের ঘোষণা ছাড়াও উইন্ডোজ ৮.১-এর হালনাগাদ সম্পর্কে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে। পাশাপাশি উইন্ডোজ ৯-এর কিছু ভবিষ্যৎ পরিকল্পনাও এখানে তুলে ধরা হবে।
—দ্য ভার্জ অবলম্বনে প্রদীপ সাহা