কৃত্রিম হাতে এত ক্ষিপ্রতা!

কৃত্রিম হাত
কৃত্রিম হাত

কৃত্রিম হাতটি স্থির৷ কিন্তু আচমকা সচল হয়ে ধরে ফেলতে পারে শূন্যে ছুটে আসা টেনিস র৵াকেট, বল, বোতল ইত্যাদি৷ সুইজারল্যান্ডের সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা এই জটিল প্রযুক্তির হাতটি তৈরি করেছেন৷ এটি যেকোনো উড়ন্ত বস্তু কাছে এলে এক সেকেন্ডের পাঁচ শ ভাগের এক ভাগ সময়ে ধরে ফেলতে পারে৷ রোবটের জন্য তৈরি দেড় মিটার লম্বা হাতটিতে তিনটি জোড়া এবং চারটি আঙুল রয়েছে৷ মহাশূন্যে এটি ব্যবহারের জোরালো সম্ভাবনা রয়েছে৷ এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে আইইইই ট্রানজ্যাকশনস অন রোবোটিকস সাময়িকীতে৷ গবেষক অদ বিলার্দ বলেন, আধুনিক রোবটকে ক্ষিপ্রগতিতে বিভিন্ন কাজ সম্পাদনের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে৷ আইএএনএস৷