বাজারে এলক্যাসপারস্কি ২০১৪

বাংলাদেশেই প্রথম বাজারজাত করা হলো ক্যাসপারস্কি ল্যাবের ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাসের নতুন সংস্করণ। বাংলাদেশে গতকাল আনুষ্ঠানিকভাবে ‘ক্যাসপারস্কি ২০১৪’ অ্যান্টিভাইরাস ও ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি অবমুক্ত করা হয়। সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে অ্যান্টিভাইরাসটির নতুন সংস্করণ অবমুক্ত করেন ক্যাসপারস্কি দক্ষিণ এশিয়ার পরিচালক (চ্যানেল সেলস) জগন্নাথ পাটনায়েক। এ সময় তিনি বলেন, ‘বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ক্যাসপারস্কি ২০১৪ সংস্করণ অবমুক্ত হলো, যা সত্যিই বড় একটি খবর। আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর।’ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে রুশ দূতাবাসের হেড অব ইকোনমিক অ্যাফেয়ার্স ইয়েলেনা নিকোলিচিয়োভা। অনুষ্ঠানে ক্যাসপারস্কির নানা বিষয় তুলে ধরেন পরিবেশক অফিস এক্সট্র্যাক্টসের প্রধান নির্বাহী প্রবীর সরকার। অনুষ্ঠানে সারা দেশে থেকে আসা সহযোগী প্রতিষ্ঠানের চার শতাধিক সদস্য অংশ নেন। এতে সেরা সহযোগীদের পুরস্কৃতও করা হয়। —নিজস্ব প্রতিবেদক