স্মার্টে পাওয়া যাবে স্যামসাং মোবাইল

স্যামসাং মোবাইল
স্যামসাং মোবাইল

প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস এখন থেকে স্যামসাংয়ের স্মার্টফোন ও ট্যাব বিক্রি করবে। সম্প্রতি স্যামসাং স্মার্টফোন ও ট্যাবলেটের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হয়েছে প্রতিষ্ঠানটি। নিজস্ব স্মার্টফোন ক্যাফে ও অনুমোদিত ডিস্ট্রিবিউটরের মাধ্যমে স্মার্টফোন ও ট্যাব বিক্রি করে স্যামসাং।
এখন থেকে স্মার্ট টেকনোলজিস দেশের বিভিন্ন কম্পিউটার বাজার ও শোরুমে স্যামসাং স্মার্টফোন এবং ট্যাবলেট পিসি বিপণন করবে। তবে স্যামসাংয়ের স্মার্টফোন ক্যাফে ও অন্যান্য বিপণনকারীরাও বিক্রি চালু রাখবে। স্যামসাং বাংলাদেশ এবং স্মার্ট টেকনোলজিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, আগে থেকেই স্যামসাংয়ের  মনিটর, ল্যাপটপ, ক্যামেরা, প্রিন্টার এবং অপটিক্যাল ড্রাইভ বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। এবারে স্মার্টফোন ও ট্যাবলেট বিপণনের অনুমতিও পেয়েছে তারা।