বইপড়ুয়াদের ওয়েবসাইট

বই পড়তে কার না ভালো লাগে। বইপড়ুয়াদের কথা মাথায় রেখে ওয়েবে বই শেয়ার (www.boishare.com) নামের একটি ওয়েবসাইট চালু হয়েছে।
ওয়েবসাইটটির মূল লক্ষ্য অনলাইনে এমন একটি জায়গা গড়ে তোলা, যেখানে সহজেই বইপড়ুয়ারা একে অন্যের বই আদান-প্রদান করতে পারবেন। বই শেয়ার ডট কম একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবেও কাজ করবে, যেখানে বই পড়ার সুযোগ এবং বই নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। এখানে খুব সহজেই আপনি আপনার বুকশেলফ তৈরি করতে পারবেন; যেখানে আপনার সংগ্রহের বইগুলো সম্পর্কে আপনার বন্ধুদেরও জানাতে পারবেন—অন্যের সংগ্রহে থাকা বইগুলো সম্পর্কেও আপনি জানতে পারবেন। এর সাহায্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে প্রত্যেকের ব্যক্তিগত লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ার দারুন সুযোগ তৈরি হবে। তা ছাড়া একে অন্যের বইয়ের সংগ্রহ সম্পর্কে জানা থাকলে একই বই একাধিক না কিনে নতুন বই কেনা সহজ হবে। দেখা যায়, আমরা একই লেখকের বই বেশি কিনে থাকি কিন্তু আরও অনেক বই আছে, যা পড়া হয়নি; বই শেয়ার থেকে সেসব বই সম্পর্কে জানা যাবে। অন্যদিকে আপনার বাসায় পড়ে থাকা পুরোনো অনেক বই আছে, যা আপনি ছড়িয়ে ছিটিয়ে রাখছেন, রাখার তেমন জায়গা নেই। আপনি চাইলে বই শেয়ারে আপনার বুকশেলফে বইগুলো তালিকাবদ্ধ করে রাখতে পারেন। আপনার বইগুলো হয়তো অনেকে খুঁজছেন আর তা পড়ার সুযোগ পাবেন এ ওয়েবসাইটের মাধ্যমে। প্রযুক্তির কল্যাণে বই আদান-প্রদানের একটি বিশেষ সুবিধাসহ বইপড়ুয়াদের মধ্যে আরও বেশি বই পড়ার সুযোগ করে দেবে। বইপড়ুয়ারা ওয়েবসাইটে ঢুঁ মেরে দেখতে পারেন। —রাহিতুল ইসলাম