বন্ধু এখন শুধু ফেসবুকে

অনলাইনে বন্ধুত্ব
অনলাইনে বন্ধুত্ব

৪ আগস্ট, বন্ধু দিবস। বন্ধুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় কী আগের মতো আছে? ভারতের বিশেষজ্ঞরা বলছেন, এখন বন্ধুত্বের ফিতা পরার চল কমে গেছে। শুভেচ্ছা বার্তা আর কার্ডের পরিবর্তে বন্ধুত্ব এখন শুধু ফেসবুকের পাতায়। বন্ধু দিবসে উপহার বিনিময়ের প্রচলন কমে গেছে। এখন শুধু মুঠোফোন আর ফেসবুকে বার্তা পাঠিয়ে বন্ধু দিবস উদযাপন করা হয়। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস।
ভারতের গিফট গ্যালারির কর্মকর্তা নিখিল ত্যাগী জানান, এখন বন্ধু দিবসে উপহার কিনতে এসে সবাই পেন ড্রাইভ, কাপড়, ব্যাগের মতো প্রয়োজনীয় জিনিস খোঁজেন। এ ছাড়া অনলাইনে উপহার কেনার প্রচলন বেড়েছে।
ভারতের ফার্ন অ্যান্ড পেটাল নামের একটি প্রতিষ্ঠানের যোগাযোগ কর্মকর্তা তারানা আহমেদ জানান, অনলাইন স্টোরগুলোর কারণে এখন দোকানে উপহার বিক্রি কমে গেছে। বন্ধু দিবসের উপহার কেনার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন এসেছে। বন্ধু দিবসে তরুণেরা এখন ইন্টারনেট ব্রাউজ করে ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে বার্তা আদান-প্রদান করে শুভেচ্ছা জানায়।