টোকিও টাওয়ারের প্যানারমিক ছবি

ছবি দেখা যাবে নিখুঁঁঁঁঁঁতভাবে
ছবি দেখা যাবে নিখুঁঁঁঁঁঁতভাবে

লন্ডনের বিটি টাওয়ারের পর এবার টোকিও টাওয়ারের ছয় লাখ পিক্সেল প্রস্থের ছবি তুলেছেন আলোকচিত্রী জেফ্রি মারটিন। আর পুরো ছবিটি তৈরি করতে লেগেছে প্রায় আট হাজার ছবির সমন্বয়। সময় লেগেছে দুই দিন। জেফ্রি এই ছবি তুলতে ব্যবহার করেছেন ক্যাননের ৭ডি ডিএসএলআর ক্যামের এবং ৪০০ মিলিমিটার লেন্স। সম্প্রতি ছবিটি ব্যবহারকারী ও আগ্রহী ব্যক্তিদের জন্য উন্মুক্ত করা হয়। ৩৬০সিটিজ ডট নেটের (www.360cities.net) প্রধান নির্বাহী ও আলোকচিত্রী জেফ্রি মারটিন জানান, উন্নত প্রযুক্তি আর ছবির প্রতি দারুণ আগ্রহ থেকেই তিনি ছবিটি করতে পেরেছেন।
নিজের ওয়েবসাইট ৩৬০সিটিজে বিভিন্ন শহরের প্যানারমিক ছবি যুক্ত করেছেন জেফ্রি মারটিন। এরই অংশ হিসেবে তিনি সর্বশেষ টোকিও টাওয়ারের এই ছবি যুক্ত করেন। নতুন এই ছবি প্রিন্ট করতে চাইলে এর আকার হবে ৫০ মিটার x ১০০ মিটার। তবে শুধু ছবির আকারই নয়, এটি হার্ডডিস্কে সংরক্ষণ করতে জায়গা লাগবে ১০০ গিগাবাইট। প্যানারমা থাকায় ছবিটি ইচ্ছেমতো বড় করে (জুম) দেখা যাবে। সঙ্গে ছবিতে থাকা রাস্তাগুলোতেও ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই ঘোরাঘুরি করা যাবে। গুগল ম্যাপ কিংবা স্ট্রিট ভিউয়ের মতো এতেও ছবি জুম করলে ফেটে যাবে না। নিখুঁত ছবি দেখতে পাবেন ব্যবহারকারীরা। ছবিটি দেখা যাবে http://360gigapixels.com/tokyo-tower-panorama-photo ঠিকানার ওয়েবসাইটে। —৩৬০সিজিট ডট নেট ও পেটা পিক্সেল অবলম্বনে কাজী আলম