শেয়ারবাজারে টুইটার

আয় বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে টুইটার
আয় বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে টুইটার

খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার এবার পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হচ্ছে। শেয়ারবাজারেও যোগ দেবে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রায় এক হাজার কোটি ডলারের বেশি মূল্যের প্রতিষ্ঠান টুইটার ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। জনপ্রিয় এ মাইক্রোব্লগিং সাইটের তিন প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসে, বিজ স্টোন ও ইভান উইলিয়াম। বর্তমানে টুইটারের নিয়মিত ব্যবহারকারী ২০ কোটি, যাঁরা প্রতিদিন ৫০ কোটি টুইট পোস্ট করেন।
এত সব সফলতার পাশাপাশি সম্প্রতি নিজেদের এক আনুষ্ঠানিক টুইট বার্তায় আইপিওতে আবেদন করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। আইন অনুযায়ী যেসব প্রতিষ্ঠানের বার্ষিক আয় ১০০ কোটি ডলারের নিচে, তারাই নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী আইপিওর জন্য আবেদন করতে পারবে। এর ফলে টুইটার নিজেদের আর্থিক সংক্রান্ত পূর্ণাঙ্গ কাগজপত্র জমা না দিয়েই পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারবে। যদিও আনুষ্ঠানিকভাবে টুইটারের আয়ের বিস্তারিত বিবরণী জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে, আয় বাড়ছে খুদে এ ব্লগ সাইটটির। নিজেদের আয়ের ব্যাপ্তি বাড়াতে নানা ধরনের মোবাইল বিজ্ঞাপন বিষয়ে চিন্তা করছে টুইটার। —বিবিসি ও দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম