ভাষা শেখার যত সুফল

যাঁরা একাধিক বিদেশি ভাষা জানেন, তাঁদের চাকরির সুযোগ অনেক বেড়ে যায়। পাশাপাশি বোধশক্তির বিকাশ ঘটে এবং পরবর্তী জীবনে স্মৃতিশক্তি হারিয়ে ফেলার ঝুঁকি কমে যায়। এখানেই শেষ নয়, সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণায় বলা হচ্ছে, বহুভাষী মানুষেরা নতুন একেকটি ভাষার ওপর ভিত্তি করে পৃথিবীকে ভিন্নভাবে দেখতে পারেন। নিয়মিত ব্যায়াম করলে যেমন শরীর নমনীয় বা শিথিল হয় এবং শারীরিক কিছু উপকার পাওয়া যায়, তেমনি একসঙ্গে একাধিক ভাষার ওপর দখল রাখলে মস্তিষ্ক শিথিল হয় এবং এ-সংক্রান্ত কিছু উপকারিতা পাওয়া যায়। তাই বহু ভাষাভাষীদের মধ্যে স্মৃতিভ্রংশ বা আলঝেইমারের মতো রোগের বিস্তার অন্যদের তুলনায় প্রায় পাঁচ বছর পর্যন্ত বিলম্বিত হয়। ইনডিপেনডেন্ট।