শিশুর আকস্মিক রাগে অবহেলা নয়

.
.

আপনার শিশু কি হঠাৎ প্রচণ্ড রেগে গিয়ে আগ্রাসী আচরণ করে? বিষয়টিকে নিছক দুষ্টুমি বলে উপেক্ষা করবেন না। অন্য যেকোনো স্বাস্থ্য সমস্যার মতোই এ বিষয়েও চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন। যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসা গবেষক এ পরামর্শ দিয়েছেন। মার্কিন শিশুদের স্বাস্থ্য নিয়ে জাতীয় পর্যায়ের একটি জরিপের সহযোগী পরিচালক সারাহ্ জে ক্লার্ক বলেন, শিশুর আচরণগত ও মানসিক স্বাস্থ্য এবং তার শারীরিক সুস্থতা, ভালো থাকা ও সুষ্ঠু বিকাশের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। আচরণগত সমস্যা থেকে অনেক সময় মানসিক সমস্যাও হতে পারে। ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুর আক্রমণাত্মক আচরণের নেতিবাচক প্রভাব তাদের বাকি জীবনেও পড়তে পারে। আইএএনএস।