অনলাইনে অধিকাংশ মানুষ ভুল তথ্য দেয়

প্রতি তিনজনে দুজন মানুষ ইচ্ছা করেই অনলাইনে নিজেদের সম্পর্কে ভুল তথ্য দেয়। কেননা তারা যে প্রতিষ্ঠানের কাছে ব্যক্তিগত তথ্য দিচ্ছে, তাকে অবিশ্বাস করে। গুগল বিজনেস গ্রুপ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের জরিপে এ তথ্য মিলেছে। তাদের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, মানুষ সুবিধা পাওয়ার বিনিময়ে হলেও কাউকে নিজের ব্যাপারে তথ্য দেওয়াটাকে ঝুঁকিপূর্ণ মনে করে। তারা মনে করে, তাদের না জানিয়েই এসব তথ্য অন্য কাউকে দেখানো হতে পারে। এ কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে মানুষের ব্যাপারে ভুয়া তথ্যের স্তূপ তৈরি হচ্ছে। এ সমস্যা দূর করার জন্য প্রতিষ্ঠানগুলোর প্রতি পরামর্শ হলো, ব্যক্তিগত তথ্য চাওয়ার আগে সেগুলো কী কাজে লাগানো হবে, সে ব্যাপারে আরও স্পষ্ট ও সুনির্দিষ্টভাবে জানানো উচিত। ইনডিপেনডেন্ট।