ম্যামথকে ফিরিয়ে আনার চেষ্টা

বিজ্ঞানীরা নিচের ধাপগুলো অনুসরণ করবেন:

ম্যামথের জিনোমের পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি

লোমশ ম্যামথের জিনোম ও এশীয় হাতির জিনোমের পার্থক্য নিরূপণ। এশীয় হাতি হচ্ছে ম্যামথের সঙ্গে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ জীবন্ত প্রাণী

পরিবর্তিত জিনোমকে এশীয় হাতির জননকোষে স্থাপনের বিষয়টি নিয়ে গবেষণা চলছে  

এশীয় হাতির জননকোষে কৃত্রিম নিষিক্তকরণ

জননকোষ পরিণত হবে বর্ধনশীল ভ্রূণে

প্রথম সংকরগুলো দেখতে এশীয় হাতির মতো হলেও ম্যামথের ডিএনএ বহন করবে। পরবর্তী প্রজন্মে ম্যামথের বৈশিষ্ট্য থাকবে

দুটি সংকরের মিশ্রণে জন্ম নেবে লোমশ ম্যামথের অনুরূপ প্রাণী

দুটি সংকর হাতির মিশ্রণ

ম্যামথের অনুরূপ দুটি সংকর হাতি

সূত্র: ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন; শাটারস্টক; ড্রিমসটাইম/লাইভসায়েন্স