ফেসবুক সার্চে নতুন সংযোজন

ফেসবুক
ফেসবুক

ফেসবুকের সার্চে এবার নতুন সংযোজন হয়েছে। এর ফলে এখন চাইলেও কোনো ব্যবহারকারী সার্চ থেকে নিজের আইডি লুকিয়ে রাখতে পারবেন না। এর আগে প্রাইভেসি সেটিংস থেকে চাইলে ব্যবহারকারী নিজের বিভিন্ন তথ্যের পাশাপাশি সার্চে নিজের নাম লুকিয়ে রাখার সুযোগ ছিল। গত বছরই এ সুবিধা বাদ দেওয়ার ব্যাপারে জানিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের সার্চ বারে কারও নাম লিখে সার্চ দিলে বিশেষ একটি প্রাইভেসি সেটিংসের কারণে উক্ত ব্যবহারকারীকে খুঁজে পাওয়া সম্ভব ছিল না।
এ সুবিধা এখনো যাঁরা ব্যবহার করছেন তাঁদের ফেসবুক একটি নির্দিষ্ট বার্তা দিয়ে দিচ্ছে। যাতে লেখা রয়েছে খুব শিগগিরই এ সুবিধা বাতিল হয়ে যাবে। এ সেটিংস পরিবর্তনের ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে এ সুবিধা ব্যবহার করেন এমন ব্যবহারকারীর সংখ্যা অনেক কম। এ বিষয়ে ফেসবুকের প্রধান প্রাইভেসি কর্মকর্তা মিচেল রিচার বলেন, নতুন এ সুবিধার ফলে ব্যবহারকারীর নাম ফেসবুকের সার্চ বক্সে লিখেই উক্ত ব্যবহারকারীকে খুঁজে পাওয়া যাবে।
এর ফলে ফেসবুকের সার্চব্যবস্থা ব্যবহারকারীদের জন্য আরও উন্নত হলো বলেও মন্তব্য করেন তিনি। এ পরিবর্তনের ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টিও আগের মতোই থাকবে বলে জানিয়েছে ফেসবুক। অর্থাৎ ব্যবহারকারী চাইলেই নিজের পোস্টগুলো কে কে দেখতে পারবে সেটি নির্ধারণ করে দিতে পারবেন। সার্চসুবিধা উন্নত করলেও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টিকে আগের মতোই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

—দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম