আইফোন ৫সির উত্পাদন কমিয়ে দিচ্ছে অ্যাপল

আইফোন ৫সি
আইফোন ৫সি

বাজারে চাহিদা কম থাকায় আইফোন ৫সি মডেলের স্মার্টফোনের উত্পাদন কমিয়ে দিচ্ছে অ্যাপল। রীতি ভেঙে প্লাস্টিক কাঠামোর নতুন মডেল বাজারে আনার মাত্র এক মাসের মধ্যেই উত্পাদন কমিয়ে দিতে হচ্ছে অ্যাপলকে।
নিউজ ডটকমের এক খবরে বলা হয়েছে, দৈনিক তিন লাখ থেকে উত্পাদন কমিয়ে দেড় লাখ ইউনিট করবে অ্যাপল। এ স্মার্টফোনটি ক্রেতাদের মধ্যে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি বলেই মনে করছেন বাজার বিশ্লেষকেরা। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যাপল কর্তৃপক্ষ।
বাজার বিশ্লেষকেরা বলছেন, চীনের বাজার ধরতে বিভিন্ন রঙে প্লাস্টিক কাঠামোর আইফোন ৫সি বাজারে আনলেও ক্রেতাদের তা আকর্ষণ করতে পারেনি। আইফোন ৫এসের চাহিদা এখনো অনেক বেশি।
৫সি মডেলটি ৫এসের তুলনায় সাশ্রয়ী। পলিকার্বনেট বা শক্ত প্লাস্টিকের তৈরি আইফোন ৫সির ৩২ গিগাবাইট তথ্য ধারণক্ষমতার মডেলটির দাম ৫৪৯ মার্কিন ডলার। আইফোন ৫সিতে রয়েছে চার ইঞ্চি মাপের ডিসপ্লে, এ৬ প্রসেসর, ৮ মেগাপিক্সেল ক্যামেরা।