কিটক্যাট নিয়ে এল নেক্সাস ৫

নেক্সাস ৫
নেক্সাস ৫

অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ৪.৪ বা কিটক্যাটনির্ভর নতুন স্মার্টফোন নেক্সাস ৫ উন্মুক্ত করেছে গুগল। অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণটির নামকরণে নেসলের জনপ্রিয় চকলেট কিটক্যাটকে বেছে নিয়েছে গুগল। ৪.৯৬ ইঞ্চি মাপের এলসিডি টাচস্ক্রিনযুক্ত নেক্সাস ৫ স্মার্টফোনটির নির্মাতা এলজি।
বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে, হালকা-পাতলা নেক্সাস ৫ স্মার্টফোনটিতে থাকছে গোরিলা গ্লাস৩ ও ফুল এইচডি ডিসপ্লে প্যানেল। ২.২ গিগাহার্টজের কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর, ২ গিগাবাইট র্যাম সুবিধার এ স্মার্টফোনটি ১৬ ও ৩২ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার হবে। এই স্মার্টফোনটি সাদা ও কালো রঙে বাজারে পাওয়া যাবে। স্মার্টফোনটির পেছনে থাকবে ৮ মেগাপিক্সেল ও সামনে ১.২ মেগাপিক্সেলের ক্যামেরা। টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, এনএফসি সমর্থনযোগ্য স্মার্টফোনটির দাম হবে ৩৪৯ মার্কিন ডলার।
৩১ অক্টোবর গুগলের অ্যান্ড্রয়েড প্রধান সুন্দর পিশাই কিটক্যাট সংস্করণ উন্মুক্ত করে জানিয়েছেন, হাই এন্ড বা বেশি দামের স্মার্টফোনের পাশাপাশি কিটক্যাট স্বল্পমূল্যের স্মার্টফোন ও ট্যাবলেটে সমর্থন করবে।