পুরস্কার জিতে অনুপ্রেরণা পেয়েছি: আবদুল মুকিত আহমেদ

আবদুল মুকিত আহমেদ,প্রধান নির্বাহী কর্মকর্তা, ম্যাডভাইজার
আবদুল মুকিত আহমেদ,প্রধান নির্বাহী কর্মকর্তা, ম্যাডভাইজার

সিডস্টারসের বাংলাদেশ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে ম্যাডভাইজার। এর প্রধান নির্বাহী আবদুল মুকিত জানিয়েছেন এই অ্যাপটি সম্পর্কে। সাক্ষাৎকার নিয়েছেন নুরুন্নবী চৌধুরী
আপনাদের অ্যাপ সম্পর্কে বলুন।
আবদুল মুকিত আহমেদ: বর্তমানে আমাদের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে কলবিষয়ক প্রায় ২০০ প্যাকেজ এবং প্রায় তিন হাজার ইন্টারনেট প্যাকেজ রয়েছে। ব্যবহারকারীরা নিজের প্রয়োজন অনুযায়ী বুঝে উঠতে পারেন না কোনটা তাঁর জন্য ভালো। আমাদের এ অ্যাপটি সে কাজটি করে দেবে। অ্যাপটি ইনস্টল করলে ব্যবহারকারীর কল কিংবা ইন্টারনেট ব্যবহার দেখে কোন প্যাকেজটি ব্যবহারকারীর জন্য সেরা সেটি বলে দেবে।
ম্যাডভাইজার অ্যাপ ছাড়া আর কোনো পণ্য আছে আপনাদের?
আবদুল মুকিত আহমেদ: আমরা মূলত অ্যাপ বানাই। আমাদের প্রতিষ্ঠান হিউম্যাক ল্যাব নানা ধরনের অ্যাপ তৈরি করছে।
আন্তর্জাতিক সিডস্টারস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ম্যাডভাইজার। আপনাদের পরিকল্পনা কী?
আবদুল মুকিত আহমেদ: আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার বিষয়টি চ্যালেঞ্জের মতো। আঞ্চলিক প্রতিযোগিতায় পুরস্কার জিতে অনুপ্রেরণা পেয়েছি। এখন ব্যবহারকারীদের মতামত নিচ্ছি যাতে অ্যাপটিকে আরও ভালো করা যায়।
অ্যাপটি কোথায় পাওয়া যাচ্ছে?
আবদুল মুকিত আহমেদ: অ্যাপটি বর্তমানে গুগল প্লেস্টোরে (http://bit.ly/1McjIm7) পাওয়া যাচ্ছে। আমরা চাচ্ছি ব্যবহারকারী যাতে দেখে, শুনে, বুঝে সেবাটি ব্যবহার করতে পারেন।