কৃষি বিষয়ে রবির কর্মশালা

কৃষকের ক্ষমতায়নে মুঠোফোন প্রযুক্তিকে কীভাবে কাজে লাগানো যায়, এ বিষয়ে আজ বৃহস্পতিবার এক কর্মশালার আয়োজন করে মুঠোফোন সেবাদাতা কোম্পানি রবি।

আজ রোববার বেলা তিনটার দিকে রাজধানীতে রবির করপোরেট হেড অফিসে বিশেষ এ কর্মশালার আয়োজন করে রবি আজিয়াটা লিমিটেড।কৃষক এবং কৃষির সঙ্গে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিকে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে কৃষি ও প্রযুক্তি বিশেষজ্ঞরা কর্মশালায় তাঁদের মতামত তুলে ধরেন।

কর্মশালায় রবির চিফ মার্কেট অফিসার প্রদীপ শ্রীবাস্তব বলেন, কৃষির উন্নয়নে মুঠোফোনের গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন।অন্যতম অপারেটর হিসেবে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ মানুষের হাতের নাগালে আনতে কাজ করবে রবি।কৃষকের ক্ষমতায়নে মুঠোফোন অপারেটররা তাদের কল সেন্টারের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে এ ব্যাপারে ভূমিকা রাখতে পারে।