ওয়েবসাইটে হজের খবর

.
.

চলতি বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ পালন করতে যাবেন। হজের প্রস্তুতি হিসেবে প্রাক-নিবন্ধন, টাকা জমা দেওয়া, পুলিশি তদন্তসহ নানা কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। প্রথম আলো পবিত্র হজের তথ্য নিয়ে ওয়েবসাইট চালু করেছে। হজযাত্রীর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় তথ্য দেওয়া হবে এই সাইটের মাধ্যমে। http://www.prothom-alo.com/hajj ঠিকানার এই ওয়েবসাইটের মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে।
এই সাইটে হজযাত্রীদের জন্য থাকছে প্রাক-নিবন্ধন কীভাবে করতে হবে, প্রাক-নিবন্ধনের পর হজযাত্রীর করণীয়, ওমরাহর নিয়ম, দোয়া কবুলের জায়গা, তামাত্তু হজের নিয়ম। বেশ কয়েক বছর ধরে পবিত্র হজের সময়কার খবর প্রকাশের জন্য প্রথম আলো সৌদি আরবে প্রতিবেদক পাঠাচ্ছে। সেই প্রতিবেদকের সরেজমিন প্রতিবেদনগুলোও এই সাইটে পাওয়া যাবে। হজযাত্রীর সহায়ক মক্কা-মদিনার কয়েকটি বিশিষ্ট স্থানের পরিচয়, ইহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ, দোয়া, তালবিয়া, একনজরে হজের কার্যক্রম, হজের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন, হজের জন্য কোথায় কোথায় যেতে হবে—এসব তথ্য পৃথিবীর যেকোনো প্রান্তে বসে এই ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করা যাবে। প্রথম আলো প্রকাশিত হজ গাইড এ সাইট থেকে নামিয়ে নেওয়া যাবে।