শেরপুরে সাংবাদিকদের আউটসোর্সিং প্রশিক্ষণ

শেরপুরে জেলা পর্যায়ে গণমাধ্যমকর্মীদের বেসিক আউটসোর্সিং বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল।‘শেখা ও উপার্জন উন্নয়ন প্রকল্পের’ আওতায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
আইসিটি বিভাগের প্রশিক্ষক কাজী আবদুর রহমান আউটসোর্সিং, ওয়েব পেজ তৈরি, ইন্টারনেটের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যম ও সংবাদ আদান-প্রদানসহ কম্পিউটার ব্যবহারের বিভিন্ন কলাকৌশল বিষয়ে ধারণা দেন। প্রশিক্ষণে শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাবিহা জামানসহ জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৪ জন সংবাদকর্মী অংশ নেন।
শেরপুর প্রতিনিধি